1. banijjobarta22@gmail.com : admin :

১২ কেজি এলপিজির দাম কমেছে

  • Last Update: Thursday, May 5, 2022

নিজস্ব প্রতিবেদক

ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ১০৪ টাকা। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৩৫ টাকা। এছাড়াও পরিবহনে ব্যবহৃত এলপি গ্যাসের দামও কমানো হয়েছে।

এলপিজির মূল্য পুনর্নিধারণের পর বৃহস্পতিবার বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, গত মাসে ১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে করা হয়েছিল ১ হাজার ৪৩৯ টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৩৩৫ টাকা। এ নিয়ে পর পর তিন মাস দাম বাড়ার পর চলতি মাসে এলপিজির দাম কমল। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বিইআরসি’র বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলপিজি গ্যাসের দাম কেজিপ্রতি ১১ টাকা ৯২ পয়সা কমানো হয়েছে। চলতি মাসের জন্য এলপিজি মূসকসহ কেজিপ্রতি ১১৯ টাকা ৯৪ পয়সা থেকে কমিয়ে ১১১ টাকা ২৬ পয়সা করা হয়েছে।

এর ফলে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১ হাজার ৩৩৫ টাকা। এপ্রিলের তুলনায় মে মাসে গ্রাহকের ১২ কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে ১০৪ টাকা কম লাগবে।

আন্তর্জাতিক বাজার ও ডলারের বিপরীতে টাকার মানের উপর নির্ভর করে এলপিজির দাম কমানো হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com