1. banijjobarta22@gmail.com : admin :

সূচকের সামান্য পতন

  • Last Update: Wednesday, April 27, 2022

নিজস্ব প্রতিবেদক

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য পতন হয়েছে। টাকার অংকে লেনদেন বেড়েছে। বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স এদিন দশমিক ০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৭৭ পয়েন্টে। শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫৩ পয়েন্টে এবং ডিএিই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৬ পয়েন্টে।

বুধবার ডিএসইতে ৯৩২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৬৫ কোটি ৭৪ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৭৬৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩২ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com