1. banijjobarta22@gmail.com : admin :

সেরা ডিলারকে পুরস্কৃত করার উদ্যোগ

  • Last Update: Tuesday, April 26, 2022

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে ট্রেকহোল্ডারদের ডিলার অ্যাকাউন্টে বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যে সেরা ডিলারকে পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটি ‘সেরা ডিলার’ পুরস্কার চালু করার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) অনুরোধ জানিয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে বিএসইসি এই অনুরোধ জানিয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশে এদের সংখ্যা ও বিনিয়োগের পরিমাণ একেবারেই সীমিত। আমাদের বাজার মূলত ব্যক্তি বিনিয়োগকারী নির্ভর।লেনদেনের ৮০ শতাংশই ব্যক্তি বিনিয়োগকারীরা করে থাকেন। কিন্তু এদের বড় অংশের পুঁজিবাজার সংক্রান্ত পর্যাপ্ত জ্ঞান না থাকায় সহজেই গুজবে বিশ্বাস করেন, হুজুগে বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন। এ কারণে সহজেই ক্ষতির মুখে পড়েন। এ অবস্থায় বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা ও বিনিয়োগের পরিমাণ বাড়ানোর বিষয়টি জরুরি হয়ে পড়েছে। সেরা ডিলারদের পুরস্কৃত করার মাধ্যমে এই ধরনের বিনিয়োগকে উৎসাহিত করা প্রয়োজন।

চিঠিতে সেরা ডিলার নির্বাচনের কিছু শর্ত বা ক্রাইটেরিয়ারও প্রস্তাব করা হয়েছে। এগুলো হচ্ছে-লেনদেনের পরিমাণ, নিট ক্রয়, পোর্টফোলিওর ভারিত গড় মূল্য। ২০২১ সালের ১ জুলাই থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে পারফরম্যান্সের আলোকে সেরা ডিলার নির্বাচন করতে হবে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com