1. banijjobarta22@gmail.com : admin :

কম দামে শেয়ার বিক্রির অভিযোগে ১৫ ব্রোকারকে শোকজ

  • Last Update: Tuesday, April 19, 2022

নিজস্ব প্রতিবেদক

শেয়ার লেনদেনে ‘অস্বাভাবিক আচরণ’ এর অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের ১৫ ব্রোকারহাউজকে শোকজ করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৯ এপ্রিল) কমিশনের সহকারী পরিচালক মো. কামাল হোসাইন স্বাক্ষরিত চিঠি ব্রোকারেজ হাউজগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

শোকজ করা ব্রোকারহাউজগুলো হলো- শাহেদ সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, শেলটেক ব্রোকারেজ, আইডিএলসি সিকিউরিটিজ, এস অ্যান্ড এইচ ইক্যুইটিজ, লংকাবাংলা সিকিউরিটিজ, বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ, ইউসিবি স্টক ব্রোকারেজ, গ্লোব সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটিজ, আইল্যান্ড সিকিউরিটিজ, কাইয়ুম সিকিউরিটিজ ও মিডওয়ে সিকিউরিটিজ।

জানা গেছে, গতকাল সোমবার (১৮ এপ্রিল) শেয়ারবাজারে বড় দরপতনের দিনে এসব ব্রোকারহাউজ থেকে দিনের শুরুতেই সার্কিটব্রেকারের (একদিনে মূল্য পরিবর্তনের গ্রহণযোগ্য সীমা) সর্বনিম্ন একাধিক কোম্পানির শেয়ার বিক্রি করেছে বা করার চেষ্টা করেছে। তাতে সামগ্রিক বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছে বিএসইসি।

নিয়ন্ত্রক সংস্থা এভাবে শেয়ার বিক্রির বিষয়টিকে আইনের লঙ্ঘণ ও অসৎ-উদ্দেশ্যপূর্ণ বলে মনে করছে। এ ঘটনায় ব্রোকারহাউজগুলোকে শো-কজ করা হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সংশ্লিষ্ট ব্রোকারহাউজগুলোকে শো-কজ নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ওই কাণ্ডের ব্যাখ্যা দিতে হবে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com