1. banijjobarta22@gmail.com : admin :

উত্থানে ফিরেছে শেয়ারবাজার

  • Last Update: Tuesday, April 19, 2022

নিজস্ব প্রতিবেদক

গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় পতন হলেও আজ মঙ্গলবার উত্থান হয়েছে। এদিন সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, ডিএসইএক্স ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৩০ পয়েন্টে। শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১ হাজার ৪৪৩ পয়েন্টে। আর এবং ডিএসই-৩০ ২৬ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৬ পয়েন্টে।

এদিন, ডিএসইতে ৫৯৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২০৯ কোটি ৪৫ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৩৯০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৫টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১০১ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৪৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com