1. banijjobarta22@gmail.com : admin :
শিরোনাম :
বাজেটকে অভিনন্দন জানিয়ে চার প্রস্তাব পুনর্বিবেচনার দাবি ডিএসই’র মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অস্বাভাবিক মুনাফা দেখিয়ে শেয়ারবাজারে আসছে এমকে ফুটওয়্যার চাঁদপুরে জেনিথ লাইফের নতুন এজেন্সি অফিস উদ্বোধন বাজার মূলধন বেড়েছে প্রায় দুই হাজার কোটি টাকা আইএমএফের কথায় বাজেট করিনি: অর্থমন্ত্রী বাজেট প্রতিক্রিয়া/জিডিপি-মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয়: সিপিডি ইসলাম অক্সিজেনের আইপিও আবেদন বাতিল বাজেট প্রতিক্রিয়া/বাজেটে নিম্ন আয়ের মানুষের জন্য কিছুই নেই বাজেট প্রতিক্রিয়া/পরিকল্পনার সঙ্গে বাস্তবতার মিল নেই, বাস্তবায়ন সম্ভব নয়

সূচকের পতন, তলানীতে লেনদেন

  • Last Update: Sunday, April 17, 2022

নিজস্ব প্রতিবেদক

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতন হয়েছে। লেনদেন নেমেছে ৪০০ কোটির নিচে। শুধু তাই নয়, লেনদেনে অংশ নেয়া ৭২ শতাংশ কোম্পানির শেয়ারদর কমেছে।

সূচকের পতন, লেনদেনে ভাটা আর কোম্পানিগুলোর দর হারানোকে রীতিমতো নেতিবাচকভাবে দেখতে শুরু করেছে বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, ঈদের আগে বাজারের এই চিত্র শেয়ারবাজারের বেহাল দশার ইঙ্গিত বহন করছে।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার। যা গত ১ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ৫ এপ্রিল ডিএসইতে ২৩৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজকের আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫২৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। যা আজ থেকে ১৩৫ কোটি ৭১ লাখ টাকা বেশি।

এদিন ডিএসইএক্স৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৫৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ২৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৪ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com