1. banijjobarta22@gmail.com : admin :

আজ থেকে বাজারে পাওয়া যাবে ১০ টাকার নতুন নোট

  • Last Update: Sunday, April 10, 2022

নিজস্ব প্রতিবেদক

ঈদে নতুন নোটের চহিদা পূরণে নতুন নকশায় তৈরি ১০ টাকার নোট আজ রোববার (১০ এপ্রিল) থেকে বাজারে পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে এই নোট ইস্যু করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নোটের সম্মুখভাগের ইন্টাগ্লিও (অসমতল ছাপা) মুদ্রণ থাকবে না। নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ১০ টাকা মূল্যমান ব্যাংক নোটের মূল রঙ, ডিজাইন ও আকার অপরিবর্তিত রয়েছে। নোটের সম্মুখভাগে উপরে বাম কোণে মুদ্রিত ‘১০’ ও মাঝখানে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখাটি ‘লালচে’ এর পরিবর্তে ‘সাদা’ এবং গভর্নর এর স্বাক্ষর কালোর পরিবর্তে লালচে-খয়েরি রঙে মুদ্রিত হয়েছে।

এছাড়া নোটের সম্মুখভাগের অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য (নিরাপত্তা সুতা, জলছাপ, মাইক্রোটেক্সট ইত্যাদি) এবং নোটের পেছনভাগের অফসেট মুদ্রণ অপরিবর্তিত রয়েছে। নতুন এই নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ১০ টাকার নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে চালু থাকবে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com