1. banijjobarta22@gmail.com : admin :

রিয়েল টাইম ডেটা অ্যাপস চালুর উদ্যোগ

  • Last Update: Sunday, April 10, 2022

নিজস্ব প্রতিবেদক

আমদানিনির্ভর নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকি বাড়াতে রিয়েল টাইম ডেটা অ্যাপস চালু করতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়।

এর মাধ্যমে অভ্যন্তরীণ বাজারে পণ্যের প্রকৃত চাহিদা, আন্তর্জাতিক বাজারদর এবং বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজারে পণ্য সরবরাহের হালনাগাদ তথ্য পাওয়া যাবে।

শনিবার (৯ এপ্রিল) চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক মতবিনিময় সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এ তথ্য জানান। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এর আয়োজন করে।

পবিত্র রমজানে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ বিষয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সিসিসিআই সভাপতি মাহবুবুল আলম সভাপতিত্ব করেন।

সফিকুজ্জামান বলেন, রমজানসহ বছরের অন্যান্য সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা, ভোগ্যপণ্যের বাজার পরিস্থিতি, আমদানির পরিমাণ, জাহাজীকরণ, কি পরিমাণ এলসি খোলা হয়েছে-এ ধরনের সব তথ্য রিয়েল টাইম ডেটা অ্যাপসে পাওয়া যাবে। তাৎক্ষণিক তথ্য পাওয়ার ফলে বাজারে পণ্যের চাহিদা অনুযায়ী সরবরাহ নির্বিঘ্ন করা অনেক সহজ হবে।

অ্যাপসটি অচিরেই চালু করার ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানান তিনি।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com