1. banijjobarta22@gmail.com : admin :

প্রিমিয়ার সিমেন্টের প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন

  • Last Update: Tuesday, February 8, 2022

নিজস্ব প্রতিবেদক

প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ৩১০ কোটি ৭৫ লাখ টাকার ফুললি রিডেম্বল, নন-কনর্ভারটিবল, নন-পার্টিসেপিটিং, কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

সূত্র জানায়, প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ৩১০ কোটি ৭৫ লাখ টাকার ফুললি রিডেম্বল, নন-কনর্ভারটিবল, নন-পার্টিসেপিটিং, কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ২৩৫ কোটি ৭৫ লাখ টাকা সম্ভাব্য বিনিয়োগকারীদের নিকট প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। যার মেয়াদ হবে পাচ বছর এবং ৭৫ কোটি টাকা স্পন্সর শেয়ারহোল্ডার বা পরিচালকদের নিকট ইস্যু করা হবে যার মেয়াদ হবে ১২ বছর।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা প্রিফারেন্স শেয়ার এর ডিভিডেন্‌ড হার ৬.২৫ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ এবং স্পন্স শেয়ারহোল্ডারদের পরিচালকদের ইস্যু করা প্রিয়িাররেন্স শেয়ার এর ডিভিডেন্ড হার শূন্য শতাংশ।
উল্লেখ্য এই প্রিয়িাররেন্স শেয়ারস এর মূল্য ২৫ লাখ টাকা।

প্রিফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড ব্যালেন্স শীট পুনর্গঠন, আর্থিক ব্যয় কমানো, মুনাফা বৃদ্ধি এবং আর্থিক সূচকগুলোর উন্নতি করবে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com