নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডকে (বেক্সিমকো) পেছনে ফেলে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে এসেছিলো ফরচুন সুজ লিমিটেড। তবে এ সপ্তাহে ফের শীর্ষ স্থান দখল করেছে বেক্সিমকো।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯৭ কোটি ৪৩ লাখ ৭০ হাজার টাকার। যা মোট লেনদেনের ৬ দশমিক ৫০ শতাংশ।
লেনদেনে ৫ দশমিক ১৫ শতাংশ অবদান রেখে দ্বিতীয় স্থানে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫৬ কোটি ৫৬ লাখ ৪৯ হাজার টাকার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তৃতীয় স্থানে রয়েছে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড। এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৩৭ কোটি ৩৯ লাখ ১৭ হাজার টাকা। যা মোট লেনদেনের ৪ দশমিক ৫২ শতাংশ।
এই তালিকায় আরও রয়েছে, ভিএসএফ থ্রেড ডাইং, জিএসপি ফাইন্যান্স, নাহি এলুমিনিয়াম কম্পোজিট প্যানেল, জেনেক্স ইনফোসিস, প্রভাতী ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।