1. banijjobarta22@gmail.com : admin :

দীর্ঘ হচ্ছে শেয়ারবাজারের পতন

  • Last Update: Wednesday, April 6, 2022

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে পতন দীর্ঘ হচ্ছে। প্রতিদিনই কমছে সূচক ও লেনদেন। তার ধারাবাহিকতায় আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপকজ পতন হয়েছে। টাকার অংকে লেনদেন নেমেছে ৫০০ কোটি টাকার নিচে। যা গত ১ বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে।

বাজার বিশ্লেষণে জানা গেছে, গত বছরের ১২ এপ্রিল ডিএসইতে ৪৯৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিলো।

বুধবার ডিএসইতে ৪৯০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮৫ কোটি ৩২ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৫৭৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৬২ পয়েন্টে। শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৯ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ২৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৭৭ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com