1. banijjobarta22@gmail.com : admin :

বছরের সর্বনিম্ন লেনদেন শেয়ারবাজারে

  • Last Update: Tuesday, April 5, 2022

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে পতন যেন থামছেই না। গতকালের ধারাবাহিকতায় আজ মঙ্গলবারও বড় পতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন সূচক ও লেনদেনে নেতিবাচক প্রবণতা দেখা গেছে। শুধু তাই নয়, লেনদেনে অংশ নেয়া অধিকাংশ কোম্পানির দর কমেছে। ডিএসইতে লেনদেন নেমেছে ৫০০ কোটির ঘরে। যা চলতি বছরের সর্বমিম্ন লেনদেন ডিএসইতে।

মঙ্গলবার ডিএসইতে ৫৭৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪৪ কোটি ৮৩ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৬২০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৯৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬০ পয়েন্টে এবং ডিএিই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৪ পয়েন্টে।

ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ২৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৫৪ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com