1. banijjobarta22@gmail.com : admin :

সাপ্তাহিক দর পতনের শীর্ষে ডাচ-বাংলা ব্যাংক

  • Last Update: Friday, April 1, 2022

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহ জুড়ে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের। সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১১ দশমিক ৯৬ শতাংশ। সপ্তাহ শেষে ক্লোজিং হয়েছে ৬৭ দশমিক ৭০ পয়সায়।

সপ্তাহ জুড়ে কোম্পানিটির ৪ কোটি ৬১ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে এই লেনদেনের পরিমাণ ৯২ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা।

ডিএসই সূত্রে বিষয়টি জানা গেছে।

সূত্র মতে, ডাচ বাংলা ব্যাংক ২০২০ সালে শেয়ারহোল্ডারের ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ২০১৯ সালে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিলো।

২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভূক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

কোম্পানির ৮৪ দশমিক ৯৯ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ৫ দশমিক ১৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে আছে দশমিক ০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৯ দশমিক ৮৩ শতাংশ শেয়ার।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এটলাস বাংলাদেশ লিমিটেড। সপ্তাহ জুড়ে এই কোম্পানির দর কমেছে ৭ দশমিক ৭৫ শতাংশ। সপ্তাহ জুড়ে কোম্পানিটি লেনদেন করেছে এক কোটি ৮৭ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার। যা প্রতিদিন গড়ে ৩৭ লাখ ৫২ হাজার ৮০০ টাকা।

তৃতীয় স্থানে থাকা জিবিবি পাওয়ারের দর কমেছে ৭ দশমিক ২৭ শতাংশ। সপ্তাহ জুড়ে এই কোম্পানিটি লেনদেন করেছে ১২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। গড় হিসেবে প্রতিদিন লেনদেন করেছে ২কোটি ৫২ লাখ ২৪ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে রুপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৭৪ শতাংশ, খুলনা পাওয়ার কোম্পানির ৬ দশমিক ২৯ শতাংশ, শাশা ডেনিমসের ৫ দশমিক ৮৪ শতাংশ, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৫ দশমিক ৭৭ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৫ দশমিক ৭৩ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৭০ শতাংশ এবং আমরা নেটওয়ার্ক লিমিটেডের ৫ দশমিক ৬৫ শতাংশ দর কমেছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com