1. banijjobarta22@gmail.com : admin :

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল ইন্স্যুরেন্স

  • Last Update: Friday, April 1, 2022

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহ জুড়ে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ৯৬ শতাংশ। সর্বশেষ লেনদেন হয়েছে ১০৩ টাকা ১০ পয়সায়।

সপ্তাহ জুড়ে কোম্পানিটি ৪৬ কোটি ৬৭ লাখ ২৫ হাজার টাকা লেনদেন করেছে। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৯ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সর্বশেষ ২০২০ সালে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

২০১৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। বর্তমানে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৬০ দশমিক ১৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৩ দশমিক ৮৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৬ দশমিক ০৪ শতাংশ শেয়ার রয়েছে।

সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি দর বাড়া কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ১৭ দশমিক ৬৬ শতাংশ। সপ্তাহ জুড়ে লেনদেন করেছে ৪৯ কোটি এক লাখ ২০ হাজার টাকার শেয়ার। প্রতিদিন গড়ে লেনদেন করেছে ৯ কোটি ৮০ লাখ ২৪ হাজার টাকার শেয়ার।

তৃতীয় স্থানে থাকা জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দাম বেড়েছে ১৫ দশমিক ৯৩ শতাংশ। সপ্তাহ জুড়ে কোম্পানিটি লেনদেন করেছে ৪ কোটি ৬৯ লাখ ২৫ হাজার টাকার শেয়ার। প্রতিদিন গড়ে লেনদেন করেছে এক কোটি ৯৩ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের ১৩ দশমিক ১৯ শতাংশ, ফরচুন সুজের ১২ দশমিক ৮০ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ১২ দশমিক ৬৮ শতাংশ, তাউফিকা ফুড অ্যান্ড লাভেলো আইসক্রিমের ১২ দশমিক ৪০ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ১২ দশনিক ০৪ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পসের ১১ দশমিক ৮১ শতাংশ এবং পেপার প্রোসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ১০ দশমিক ৬৯ শতাংশ দর বেড়েছে।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com