1. banijjobarta22@gmail.com : admin :

বিএসইসি’র বৈঠকের খবরেও প্রাণ ফেরেনি শেয়ারবাজারে

  • Last Update: Wednesday, March 30, 2022

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে তারল্য সঙ্কট নিরসনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজার মধ্যস্থতাকারীদের সঙ্গে আজ বিকেলে বৈঠকে বসবে। দুদিন আগেই এ ঘোষণা দেয়া হয়। বাজার সংশ্লিষ্টরা ভেবেছিলেন, বৈঠকের এই খবরে শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়বে। কিন্তু হয়েছে তার উল্টো। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। টাকার অংকেও কমেছে লেনদেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ৮০১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৮০ কোটি ২৮ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৯৮১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৫৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৫ পয়েন্টে।

ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২৩ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দরবৃদ্ধির শীর্ষ ১০

দর বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের ৯টিই বীমা খাতের কোম্পানি। এ তালিকায় প্রথমেই রয়েছে জনতা ইন্স্যুরেন্স কোম্পানি। এদিন শেয়ারটির দর ৩ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৪০ পয়সা বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৪২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

এরপরেই রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা বা ৭ দশমিক ৮৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৮২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। সেন্ট্রাল ইন্স্যুরেন্স রয়েছে তৃতীয় স্থানে। কোম্পানিটির দর ৩ টাকা ২০ পয়সা বা ৬.৮২ শতাংশ বেড়েছে। শেয়ার সর্বশেষ ৫০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্রণী ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্সুরেন্স, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, আইপিডিসি ফিন্যান্স ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

দরপতনের শীর্ষ ১০

দরপতনের শীর্ষে রয়েছে আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড। আজ ফান্ডটির দর ২০ পয়সা বা ২ শতাংশ কমেছে।

দ্বিতীয় স্থানে রয়েছে বিডি মনোস্পুল পেপার। শেয়ারটির দর ৫ টাকা ১০ পয়সা বা ২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৫০ টাকা দরে লেনদেন হয়।

তমিজ উদ্দিন টেক্সটাইল লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ৫ টাকা ৩০ পয়সা বা ২ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ২৫৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

কোম্পানিগুলো হচ্ছে- বিডি অটোকার্স, শমরিতা হসপিটাল, নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি,মেঘনা সিমেন্ট, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, আমরা নেটওয়ার্কস ও জিপিএইচ ইস্পাত কমপ্লেক্স লিমিটেড।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com