1. banijjobarta22@gmail.com : admin :

বিপিডিবি থেকে বিদ্যুৎ ক্রয়ের অনুমোদন পেয়েছে কেপিসিএল

  • Last Update: Sunday, March 27, 2022

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) থেকে মৌখিকভাবে বিদ্যুৎ ক্রয়ের অনুমোদন পেয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, মন্ত্রিসভা ক্রয় কমিটি “নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট” ভিত্তিতে ২ বছরের জন্য খুলনা পাওয়ারের দুইটি পাওয়ার প্লান্টকে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি দিয়েছে।

পাওয়ার প্লান্ট দুইটি হচ্ছে- কেপিসি ইউনিট ২, ১১৫ মেগাওয়াট প্লান্ট, খুলনা এবং কেপিসি ৪০ মেগাওয়াট নোয়াপাড়া, যশোর।

কোম্পানিটি এখনও বিপিডিবি থেকে বিদ্যুৎ কেনার কোনো অফিশিয়াল চিঠি পায়নি।

কোম্পানিটি আরও জানায়, বিপিডিবি মৌখিকভাবে পাওয়ার প্লান্ট দুটির কারযক্রম শুরু করার অনুমোদন দিয়েছে। গত ২৪ মার্চ বিকাল থেকে পাওয়ার প্লান্ট দুইটির কার্যক্রম চালু হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com