1. banijjobarta22@gmail.com : admin :

কমেছে অধিকাংশ কোম্পানির দর

  • Last Update: Sunday, March 27, 2022

নিজস্ব প্রতিবেদক

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ১১ পয়েন্ট। তবে ডিএসই-৩০ সূচকও নেতিবাচক ছিলো। কিছুটা ব্যতিক্রম ছিলো শরিয়াহ সূচক। এদিন লেনদেনে অংশ নেয়া অধিকাংশ কোম্পানির দর পতন হয়েছে।

বাজার বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে আজ ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন করেছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ১১৭টির, কমেছে ২১৯টির। দর অপরিবর্তিত রয়েছে ৪২টির।

রোববার ডিএসইতে ৮৫৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৯ কোটি ২৯ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে ৮২৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৪১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬২ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৫০ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com