1. banijjobarta22@gmail.com : admin :

ব্যাংকের প্রতি আস্থা রেখে আমি ঠকি নাই: অর্থমন্ত্রী

  • Last Update: Thursday, March 24, 2022

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই ব্যাংকিং সেক্টরের ওপর আমি প্রচণ্ড বিশ্বাস স্থাপন করেছি। আজ আপনাদের বলতে পারি ব্যাংকের ওপর আস্থা রেখে আমি ঠকি নাই। আপনারা কথা রেখেছেন।

দায়িত্ব নেওয়ার আগে আমি দেখেছি প্রতিবছরই রি-ফাইন্যান্সিং নিয়ে ব্যাংক পরিচালনা করা হয়। তখন আমি ব্যাংকগুলোকে বলেছি, সরকারের অর্থসহায়তা যেন নিতে না হয়। আপনাদের নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে। গত তিন বছরে মূলধন ঘাটতি কাটাতে সরকারের ফান্ড থেকে ব্যাংকগুলো অর্থসহায়তা নেয়নি, আপনারা আমাকে দেওয়া কথা রেখেছেন, এখন আপনারা একটা ভালো অবস্থায় আছেন এটা খুবই ইতিবাচক।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ৫০ বছরপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর ব্যাংকগুলোর ১৮-২০ শতাংশ পর্যন্ত সুদের হার বিশ্বের কোথাও নেই। উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে কামপেয়ার করে দেখলাম আমরা প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে আমাদের সুদের হার কমাতে হবে। তখন আমরা ১৮-২০ শতাংশ থেকে সুদের হার কমিয়েছি। এরফলে আমরা লভাবান হয়েছি। এমনকি ওই অবস্থায় যদি আমরা সুদের হার না কমাতাম তবে কভিড-১৯ এর সময়ে দেশের একটি প্রতিষ্ঠানও টিকতো না। তুলনামূলক ভাবে অন্যান্য দেশের তুলনা আমরা ভালো আছি।

বর্তমান সরকারের ব্যাংকিং সেক্টরের উন্নতি তুলে ধরে মন্ত্রী বলেন, গত ১২ বছরে তফসিলি ব্যাংকগুলোর ঋণের সুদহার ১২.৩ শতাংশ থেকে কমে গত ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়েছে ৭.১ শতাংশের মধ্যে নিয়ে এসেছি। ২০০৫-২০০৬ ব্যাংকের শাখা ছিলো ৬ হাজার ৪২৫টি বর্তমানে এই সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১০ হাজার ৯২৫টিতে।

দেশে ২০০৫-২০০৬ সালে খেলাপি ঋণের পরিমাণের হার ছিলো ১৩.২ শতাংশ সেখান থেকে বর্তমানে ৮.১ শতাংশে নেমে আসে। ঋণ স্থিতির পরিমাণ ছিলো ১ লাখ ৫২ হাজার কোটি টাকা। এখন সেটা ৮ গুণ বৃদ্ধি পেয়ে ১২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। এর মধ্যেও ১৩.২ শতাংশ থেকে খেলাপি ঋণ কমে দাঁড়িয়েছে ৮.১ শতাংশে।

সরকারের নতুন উদ্ভাবন মোবাইল ব্যাংকিং সুবিধার আওতায় এসেছে ১১ কোটি ৫৪ লাখ মানুষ। ২০২১ সালে প্রথম ছয় মাসে আমাদের মুনাফা দাঁড়িয়েছে ৪ হাজার ১৪৬ কোটি টাকা।

তিনি আশাপ্রকাশ করে বলেন, ব্যাংকিং সেক্টরের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, আগামী দিনে আপনারা আরো ভালো করবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী আশাপ্রকাশ করেন আগামী ২০৪১ সালে বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ। আমরা হবো বিশ্বের ২০তম অর্থনীতির দেশ।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, ‘রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সুযোগ থাকলেও তারা এখনো গ্রাহকবান্ধব সেবায় পিছিয়ে রয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি পিছিয়ে সোনালী ব্যাংক। অর্থাৎ গ্রাহকসেবায় পিছিয়ে থাকার নেতৃত্ব দিচ্ছে খোদ সোনালী ব্যাংক।’

ফজলে কবির বলেন, ‘হলমার্কের পর সোনালী ব্যাংকের ঋণভীতি আছে। এটা অবশ্যই কাটাতে হবে। আপনারা ভাবেন ঋণ না দিলেই বাঁচি, এটা হতে পারে না। আবার শুধু বড় বড় প্রকল্পে ঋণ দেবেন আর এলসি’র কাজ করবেন এটা থেকে আপনাদের বেরি আসতে হবে। পাশাপাশি দেশের ক্ষুদ্রঋণ আরও বাড়াতে হবে। সঠিকভাবে ঋণ দিলে কোনো ভীতি নেই।’

তিনি বলেন, ‘ঋণ প্রসেসিংয়ে সোনালী ব্যাংকের ঘাটতি রয়েছে, এটা কাটাতে হবে। সোনালী ব্যাংক ব্যাংকিং সেক্টরে নেতৃত্বে আছে বলেই গ্রাহকের সঙ্গে খারাপ ব্যবহার করবেন, এটা হতে পারে না। এ ধরনের কোনো অভিযোগ যাতে না ওঠে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘সোনালী ব্যাংকে এখনো লোকসানি শাখা রয়েছে। সোনালী ব্যাংকের লোকসানি শাখা কমে এখন ১৬টিতে দাঁড়িয়েছে। এটা দ্রুত শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে।’

অর্থমন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার বলেন, ‘দেশের ব্যাংকিং সেক্টরে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেটা বিশ্বের অন্য কোনো দেশে নেই। সেটা হলো- দেশের কোনো ব্যাংক এখনো ফেল করেনি। যখনই কোনো ব্যাংকে সমস্যা দেখা দিয়েছে, সঙ্গে সঙ্গে সরকার সেখানে উদ্যোগী ভূমিকা রেখেছে। তাতে সমস্যার সমাধান হয়েছে। এটা আমরা বিশ্বকে গর্বের সঙ্গে বলতে পারি।’বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিনই কোনো না কোনো ব্যাংক ফেল (দেউলিয়া) করছে। কিন্তু গত ৫০ বছরে বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যাংক এখনো দেউলিয়া হয়নি। আগামী দিনেও এমনটা হবে না বলে মনে করি।

সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রথম অর্থ সচিব মতিউল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক ড. আতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান।

ব্যাংকের প্রতি আস্থা রেখে আমি ঠকি নাই: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই ব্যাংকিং সেক্টরের ওপর আমি প্রচণ্ড বিশ্বাস স্থাপন করেছি। আজ আপনাদের বলতে পারি ব্যাংকের ওপর আস্থা রেখে আমি ঠকি নাই। আপনারা কথা রেখেছেন।

দায়িত্ব নেওয়ার আগে আমি দেখেছি প্রতিবছরই রি-ফাইন্যান্সিং নিয়ে ব্যাংক পরিচালনা করা হয়। তখন আমি ব্যাংকগুলোকে বলেছি, সরকারের অর্থসহায়তা যেন নিতে না হয়। আপনাদের নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে। গত তিন বছরে মূলধন ঘাটতি কাটাতে সরকারের ফান্ড থেকে ব্যাংকগুলো অর্থসহায়তা নেয়নি, আপনারা আমাকে দেওয়া কথা রেখেছেন, এখন আপনারা একটা ভালো অবস্থায় আছেন এটা খুবই ইতিবাচক।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ৫০ বছরপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর ব্যাংকগুলোর ১৮-২০ শতাংশ পর্যন্ত সুদের হার বিশ্বের কোথাও নেই। উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে কামপেয়ার করে দেখলাম আমরা প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে আমাদের সুদের হার কমাতে হবে। তখন আমরা ১৮-২০ শতাংশ থেকে সুদের হার কমিয়েছি। এরফলে আমরা লভাবান হয়েছি। এমনকি ওই অবস্থায় যদি আমরা সুদের হার না কমাতাম তবে কভিড-১৯ এর সময়ে দেশের একটি প্রতিষ্ঠানও টিকতো না। তুলনামূলক ভাবে অন্যান্য দেশের তুলনা আমরা ভালো আছি।

বর্তমান সরকারের ব্যাংকিং সেক্টরের উন্নতি তুলে ধরে মন্ত্রী বলেন, গত ১২ বছরে তফসিলি ব্যাংকগুলোর ঋণের সুদহার ১২.৩ শতাংশ থেকে কমে গত ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়েছে ৭.১ শতাংশের মধ্যে নিয়ে এসেছি। ২০০৫-২০০৬ ব্যাংকের শাখা ছিলো ৬ হাজার ৪২৫টি বর্তমানে এই সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১০ হাজার ৯২৫টিতে।

দেশে ২০০৫-২০০৬ সালে খেলাপি ঋণের পরিমাণের হার ছিলো ১৩.২ শতাংশ সেখান থেকে বর্তমানে ৮.১ শতাংশে নেমে আসে। ঋণ স্থিতির পরিমাণ ছিলো ১ লাখ ৫২ হাজার কোটি টাকা। এখন সেটা ৮ গুণ বৃদ্ধি পেয়ে ১২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। এর মধ্যেও ১৩.২ শতাংশ থেকে খেলাপি ঋণ কমে দাঁড়িয়েছে ৮.১ শতাংশে।

সরকারের নতুন উদ্ভাবন মোবাইল ব্যাংকিং সুবিধার আওতায় এসেছে ১১ কোটি ৫৪ লাখ মানুষ। ২০২১ সালে প্রথম ছয় মাসে আমাদের মুনাফা দাঁড়িয়েছে ৪ হাজার ১৪৬ কোটি টাকা।

তিনি আশাপ্রকাশ করে বলেন, ব্যাংকিং সেক্টরের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, আগামী দিনে আপনারা আরো ভালো করবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী আশাপ্রকাশ করেন আগামী ২০৪১ সালে বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ। আমরা হবো বিশ্বের ২০তম অর্থনীতির দেশ।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, ‘রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সুযোগ থাকলেও তারা এখনো গ্রাহকবান্ধব সেবায় পিছিয়ে রয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি পিছিয়ে সোনালী ব্যাংক। অর্থাৎ গ্রাহকসেবায় পিছিয়ে থাকার নেতৃত্ব দিচ্ছে খোদ সোনালী ব্যাংক।’

ফজলে কবির বলেন, ‘হলমার্কের পর সোনালী ব্যাংকের ঋণভীতি আছে। এটা অবশ্যই কাটাতে হবে। আপনারা ভাবেন ঋণ না দিলেই বাঁচি, এটা হতে পারে না। আবার শুধু বড় বড় প্রকল্পে ঋণ দেবেন আর এলসি’র কাজ করবেন এটা থেকে আপনাদের বেরি আসতে হবে। পাশাপাশি দেশের ক্ষুদ্রঋণ আরও বাড়াতে হবে। সঠিকভাবে ঋণ দিলে কোনো ভীতি নেই।’

তিনি বলেন, ‘ঋণ প্রসেসিংয়ে সোনালী ব্যাংকের ঘাটতি রয়েছে, এটা কাটাতে হবে। সোনালী ব্যাংক ব্যাংকিং সেক্টরে নেতৃত্বে আছে বলেই গ্রাহকের সঙ্গে খারাপ ব্যবহার করবেন, এটা হতে পারে না। এ ধরনের কোনো অভিযোগ যাতে না ওঠে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘সোনালী ব্যাংকে এখনো লোকসানি শাখা রয়েছে। সোনালী ব্যাংকের লোকসানি শাখা কমে এখন ১৬টিতে দাঁড়িয়েছে। এটা দ্রুত শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে।’

অর্থমন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার বলেন, ‘দেশের ব্যাংকিং সেক্টরে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেটা বিশ্বের অন্য কোনো দেশে নেই। সেটা হলো- দেশের কোনো ব্যাংক এখনো ফেল করেনি। যখনই কোনো ব্যাংকে সমস্যা দেখা দিয়েছে, সঙ্গে সঙ্গে সরকার সেখানে উদ্যোগী ভূমিকা রেখেছে। তাতে সমস্যার সমাধান হয়েছে। এটা আমরা বিশ্বকে গর্বের সঙ্গে বলতে পারি।’বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিনই কোনো না কোনো ব্যাংক ফেল (দেউলিয়া) করছে। কিন্তু গত ৫০ বছরে বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যাংক এখনো দেউলিয়া হয়নি। আগামী দিনেও এমনটা হবে না বলে মনে করি।

সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রথম অর্থ সচিব মতিউল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক ড. আতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com