নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে বৃহস্পতিবার থেকে টানা তিন দিন আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, জাতীয় শিশু দিবস ও পবিত্র শব ই বরাত উপলক্ষে তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে স্থলবন্দরের সরকারি কার্যক্রম ও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।
এ বিষয়ে বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন জানান, বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, শুক্রবার সাপ্তাহিক ছুটির ও শনিবার পবিত্র শব ই বরাত কারণে এই তিন দিন স্থলবন্দরে সকল আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের আমদানি রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, কাস্টমস কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তারা।
রোববার সকাল থেকে পুনরায় স্বাভাবিকভাবে স্থলবন্দরের সকল কার্যক্রম শুরু হবে।