1. banijjobarta22@gmail.com : admin :

সয়াবিন তেলে ভ্যাট আরও কমলো

  • Last Update: Wednesday, March 16, 2022

নিজস্ব প্রতিবেদক

বাজারে ভোজ্য তেলের দাম সহনীয় পর্যায়ে আনতে উৎপাদন ও বিপণন পর্যায়ের পর এবার আমদানি পর্যায়ে সয়াবিন তেলের ভ্যাট কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ নিয়ে দুই দফায় সয়াবিন ও পাম তেলের দাম ভ্যাট কমানো হলো। এতে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন মিল-মালিকরা।

এতো দিন পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট আরোপিত ছিল। বুধবার প্রজ্ঞাপনের মাধ্যমে সেটি কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এ সুবিধা পাবেন আমদানিকারকরা।

এ বিষয়ে মেঘনা গ্রুপের জ্যেষ্ঠ সহকারী মহাব্যবস্থাপক তাসলিম শাহরিয়ার বলেন, এনবিআরের নতুন প্রজ্ঞাপনের ফলে বাজারে তেলের দাম কমবে। তবে ইতিমধ্যেই যেসব চালান ইন-বন্ড করা হয়েছে, সেগুলোর ভ্যাট-ট্যাক্স পরিশোধ করা হয়েছে বিধায় দাম খুব বেশি কমার সম্ভাবনা নেই। খালাস পর্যায়ে যেসব অপরিশোধিত তেল রয়েছে, সেগুলোর দাম কমবে।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com