1. banijjobarta22@gmail.com : admin :

বিএসইসির সাম্প্রতিক পদক্ষেপে শেয়ারবাজার কতোটা গতি পাবে?

  • Last Update: Saturday, March 12, 2022

নিজস্ব প্রতিবেদক

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাবে ডুবতে থাকা দেশের শেয়ারবাজারে স্বস্তি এনেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চারটি পদক্ষেপ। এতে বাজার নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। তবে সত্যিকার অর্থেই বাজার কতোটা গতি পাবে তা পদক্ষেপগুলো বাস্তবায়নের উপর নির্ভরশীল বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর দেশের শেয়ারবাজারে পতন শুরু হয়। টানা ৮ কার্যদিবসের পতনে সূচক কমে ৩৮২ পয়েন্ট। এই পতন বিনিয়োগকারীদের ২০১০ সালের ধসের আতঙ্কে ফেলে। তবে শেষ পর্যন্ত এই আতঙ্ক আর স্থায়ী হয়নি। বরং কমিশনের তাৎক্ষণিক নেয়া দুই সিদ্ধান্তের খবরে বাজার ঘুরে দাঁড়ায়।

ঘটনা গত মঙ্গলবারের। ওইদিন সকালে পতন দিয়ে বাজার শুরু হয়। ঘণ্টা দুই যেতে না যেতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১৩৭ পয়েন্ট পরে। এরপর শেয়ারের দর কমার সর্বোচ্চ সীমা ১০ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নিয়ে আসার খবরে বাজারে চাঙ্গা ভাব ফিরে আসে। ইন্ডিকেটর লাল থেকে সবুজ হতে শুরু করে। ওইদিনই শেয়ারবাজার স্থিতিশীলতা ফান্ড থেকে ১০০ কোটি টাকা বিনিয়োগের নির্দেশ দেয় বিএসইসি। এই দুই খবরে সূচক ১৭ পয়েন্ট যোগ হয়ে লেনদেন শেষ হয়।

গত মঙ্গলবার সার্কিট ব্রেকার ২% নামিয়ে আনার সিদ্ধান্ত জানান বিএসইসি কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ

দিনশেষে বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ সাংবাদিকদের ডেকে এ সিদ্ধান্তের কথা জানান।

পরদিন বুধবার তালিকাভুক্ত ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করে বিএসইসি। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, যেসব ব্যাংক তাদের মূলধনের ২৫ শতাংশ এখনও শেয়ারবাজারে বিনিয়োগ করেনি, তারা দ্রুত ২ শতাংশ বিনিয়োগ বাড়াবে। এছাড়া শেয়ারবাজারের জন্য গঠিত বিশেষ তহবিলে এখনও যেসব ব্যাংক ২০০ কোটি টাকা জমা দেয়নি, সেগুলো তাতে টাকা জমা দেবে। যেসব ব্যাংক টাকা জমা দিয়েও বিনিয়োগ করেনি, তারা দ্রুত বিনিয়োগে যাবে- এমন সিদ্ধান্তও হয়।

সর্বশেষ সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার কমিশন বৈঠক করে মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপকদের সাথে। বৈঠক শেষে ফান্ড ব্যবস্থাপকরা শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেয়। এতে সপ্তাহ শেষে সূচকে যোগ হয় ২১০ পয়েন্ট। তলানীতে থাকা লেনদেনও ফেরে হাজার কোটি টাকায়।

গত বৃহস্পতিবারের লেনদেনের চিত্র

আপাতত মার্কেটে সূচক ও লেনদেন ফিরলেও দীর্ঘ মেয়াদে স্থিতিশীলতা আনতে সিদ্ধান্তগুলোর যথাযথ বাস্তবায়ন জরুরি বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। একই সাথে বিনিয়োগকারীরা সচেতন না হলে এসব সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে কাজে আসবে না বলেও মত দিয়েছেন কেউ কেউ।

বিষয়টি নিয়ে কথা হয় মোনার্ক হোল্ডিংস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আলমগীর হোসেনের সঙ্গে। বাণিজ্য বার্তাকে তিনি বলেন, ‘২ শতাংশ সার্কিট ব্রেকারের বিষয়টি ছাড়া অন্য সিদ্ধান্তগুলো অবশ্যই ইতিবাচক। তবে তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাজারে তার প্রকৃত প্রভাব পড়বে না।’

তিনি বলেন, ‘বাজার ভালো করতে আমি মনে করি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সবার আগে এগিয়ে আসতে হবে। তারা লিডারের ভূমিকা নিলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সাহস পাবে। ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগে এক ধরনের অনীহা রয়েছে। অথচ তারা যদি ভালো স্ক্রিপ্টে বিনিয়োগ করে তাহলে হ্যান্ডসাম রিটার্ন পাওয়া সম্ভব। ব্যাংকের সাথে মিউচুয়াল ফান্ড আসলে সত্যিকার অর্থেই ইতিবাচক বাজার পাওয়া যাবে।’ তবে সবার আগে বাজারকে তার নিজস্ব গতিতে এগোনোর সুযোগ দিতে হবে বলেও জানান তিনি।

রহমান ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী মেহেদী আরাফাত বাণিজ্য বার্তাকে বলেন, ‘বাজার নিয়ে সাম্প্রতিক যে সিদ্ধান্তগুলো হয়েছে তা বেশ ইতিবাচক। ব্যাংকগুলো যখন বিনিয়োগ করবে তখন তারা ভালো শেয়ারে বিনিয়োগ করবে। এতোদিন ব্যাংকগুলোকে নিজ থেকেই বিনিয়োগে আসার দরকার ছিলো। তাদের ডেকে আনাটা দরকার ছিলো না। কারণ ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগের সীমা নির্ধারণ করা আছে।’

বিনিয়োগ বাড়াবে মিউচুয়াল ফান্ড

তিনি বলেন, ‘যখন আমরা বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করছি, তখন ঘরের মানুষরাই যদি বিনিয়োগ বিমুখ হয় এটা খুবই দুঃখজনক।’

২ শতাংশ সার্কিট ব্রেকারের বিষয়ে তিনি বলেন, ‘এটা যুদ্ধাবস্থার জন্য হয়তো করা হয়েছে। পরিস্থিতি উন্নতি হলে এটা আর রাখা হবে না। ফ্লোর প্রাইস যেমন নিরবে উঠে গেছে এটাও তেমন হবে।’

পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশনের সভাপতি মো. রুহুল আমিন আকন্দ বাণিজ্য বার্তাকে বলেন, ‘বিএসইসির পদক্ষেপগুলো অবশ্যই ইতিবাচক। তবে দুই নিয়ন্ত্রক সংস্থার (বিএসইসি ও বাংলাদেশ ব্যাংক) মধ্যে যতোদিন দূরত্ব থাকবে ততোদিন এসব পদক্ষেপ বেশি কাজে আসবে না। ইতিপূর্বে বাজারে যতো ধস হয়েছে দুই নিয়ন্ত্রক সংস্থার সমন্বয়হীনতার জন্যই হয়েছে।’

তিনি বলেন, ‘শেয়ারবাজার স্থিতিশীল করতে হলে বিএসইসির উচিত হবে অন্তত তিন মাস পরপর বিনিয়োগকারীদের প্রতিনিধি নিয়ে বৈঠক করা। শুধু নীতিনির্ধারকদের নিয়ে বৈঠক করলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হবে না।’

সবার আগে বিনিয়োগকারীদের সচেতন হতে হবে জানিয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মো. সায়েদুর রহমান বাণিজ্য বার্তাকে বলেন, ‘বিনিয়োগকারীরা যতোদিন সচেতন না হবে ততোদিন বাজার ভালো হবে না। কারো কাছে শুনে বিনিয়োগ করার মানসিকতা পরিহার করতে হবে। তারা যখনই শুনেছেন স্থিতিশীলতা ফান্ড থেকে আইসিবি ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে তখনই বাজারে সক্রিয় হয়েছেন। এই ১০০ কোটি টাকাতো বছরের পর বছর থাকবে না। আবার ব্যাংকগুলো কোন শেয়ারে বিনিয়োগ করবে এটাওতো তারা জানেন না। ফলে শোনা নিউজের উপর নির্ভরশীল হয়ে শেয়ার কেনা-বেচা থেকে বের হয়ে আসতে হবে। বিনিয়োগকারী যদি বুঝে ভালো শেয়ারে বিনিয়োগ করে তবেই ভালো রিটার্ন আসবে। বাজার দীর্ঘ মেয়াদে ইতিবাচক হবে।’

শেয়ারবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বাণিজ্য বার্তাকে বলেন, ‘ব্যাংকগুলো বিনিয়োগ করতে চাওয়া মানেই ডিমান্ড ক্রিয়েট হওয়া। তারা এখনই বিনিয়োগ করবে কিনা তাদের ব্যাপার। এ ব্যাপারে তাদের স্বাধীনতা দেয়া আছে। তবে শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ আসলে বাজারের জন্য তা ভালো হবে।’

মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপকদের বিনিয়োগের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের ফান্ড ম্যানেজাররা মিউচ্যুয়াল ফান্ডকে ভালো অবস্থায় নিতে পারেননি। ভালো ডিভিডেন্ড না পাওয়ায় এখানে বিনিয়োগে অনীহা রয়েছে। এ অবস্থায় তারা বাজারে কতোটা সাপোর্ট দিবে তা দেখতে অপেক্ষা করতে হবে।’

আরও পড়ুন

বিনিয়োগ বাড়ানোর ঘোষণা মিউচুয়াল ফান্ডের

বাংলাদেশের শেয়ারবাজার বিনিয়োগে সর্বোচ্চ রিটার্ন দিচ্ছে: বিএসইসি চেয়ারম্যান

শেয়ারবাজারে ব্যাংকের ২% বিনিয়োগ শিগগিরই

সার্কিট ব্রেকার: সর্বোচ্চ ২% কমবে শেয়ারদর

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com