1. banijjobarta22@gmail.com : admin :

বিও হিসাবধারীদের জন্য ফ্রি সেবা দিচ্ছে সিডিবিএল

  • Last Update: Saturday, February 5, 2022

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য বিনামূল্যে এসএমএস এলার্ট ও ব্যালান্স ইনকোয়ারিসহ বেশ কিছু সেবা চালু করেছে বিনিয়োগকারীদের বিও হিসাব রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।

এসব সেবা পেতে সিডিবিএল-এর ডেটাবেইজ ও ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারদের তথ্য হালনাগাদ করতে বলেছে প্রতিষ্ঠানটি।

সিডিবিএল জানায়, ফ্রি এসএমএস এলার্ট ও ই-মেইল নোটিফিকেশন সার্ভিসের আওতায় সেবা পেতে বিও হিসাবধারীদের নিজ নিজ ডিপির মাধ্যমে সিডিবিএল-এর ডেটাবেইজে মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা হালনাগাদ করতে হবে।

যেসব সেবা পাচ্ছেন বিনিয়োগকারীরা তার মধ্যে রয়েছে- বিও হিসাবে ডেবিট/ক্রেডিটের তথ্য, মাসিক বিবরণী, বিও হিসাব খোলা ও বন্ধকরণ, নাম পরিবর্তন, বিও হিসাবের ব্যাংক হিসাব নম্বর পরিবর্তন, মোবইল নম্বর পরিবর্তন, ই-মেইল ঠিকানা পরিবর্তন।

এছাড়া, অনলাইন ব্যালান্স ইনকোয়ারি সেবাও পাচ্ছেন বিনিয়োগকারীরা।

ডিসিবিএল জানায়, প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের মাধ্যমে বিও হিসাবধারীগণ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় বিও হিসাবে ধারণকৃত সিকিউরিটিজের পরিমাণ, আগের দিনের সমাপনী মূল্যের মূল্যমান এবং বিও হিসাবের বিগত এক মাসের বিবরণীও জানতে পারবেন।

এসব সেবা পেতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট https://www.cdbl.com.bd/ এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে বলেও জানিয়েছে সিডিবিএল।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com