বাণিজ্য বার্তা ডেস্ক
শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির লাইন ম্যান মরহুম আবদুস সালামের মৃত্যুর পর গ্রুপ বীমা দাবির ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
সোমবার (৫ জুন) শরীয়তপুরে সমিতির কার্যালয়ে জেনারেল ম্যানেজার মো. আলতাফ হোসেনের নিকট চেক হস্তান্তর করেন কোম্পানির সিনিয়র জিএম সৈয়দ মাসকুরুল হক।
এসময় উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের কোম্পানি সচিব জনাব আবদুর রহমান, ডিভিপি (গ্রুপ বীমা) মো. আনোয়ার হোসেন সরকার, জিএম মো. বোরহান উদ্দিন ও ডিজিএম ইব্রাহিম হাওলাদার জীবন এবং শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (অর্থ) মো. সেলিম হাসান, এজিএম (প্রশাসন) মো. আওয়াল হোসেন ও এজিএম (মানব সম্পদ) এ এইচ এম খায়রুল আলম।