1. banijjobarta22@gmail.com : admin :

ব্যাংকাস্যুরেন্স চায় না নন-লাইফ ইন্স্যুরেন্স ইনচার্জ এসোসিয়েশন

  • Last Update: Monday, June 5, 2023

নিজস্ব প্রতিবেদক

দেশে গত কয়েক বছর ধরেই ব্যাংকাস্যুরেন্স চালুর চেষ্টা করছে সরকার। ইতিমধ্যে একটা খসড়া নীতিও প্রণয়ন হয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষও (আইডিআরএ) শিগগিরই ব্যাংকাসুরেন্স চালু করতে চায়।

তবে ব্যাংকাস্যুরেন্স প্রকল্পটি চালু হলে লাখ লাখ বীমাকর্মী বেকার হয়ে যাবে বলে দাবি করেছে বাংলাদেশ নন-লাইফ ইন্স্যুরেন্স ইনচার্জ এসোসিয়েশন (বিএনআইএ)।

সংগঠনটি ব্যাংকা বাতিলের দাবিতে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন বরাবর আবেদন করেছে।

রোববার (৪ জুন) বিএনআইএ’র সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত আবেদনে বলা হয়, আমরা বীমা শিল্পে কর্মরত হাজার হাজার কমী গভীর উদ্বেগের সহিত লক্ষ করছি, ব্যাংকাস্যুরেন্স চালু প্রক্রিয়াধীন রয়েছে। এই প্রকল্পটি চালু হলে বীমা শিল্পে কর্মরত কর্মীদের কর্মের পরিধি সংকুচিত হবে। ফলে লাখ লাখ বীমাকর্মী বেকারত্ব নামক অভিশপ্ত জীবনের চরম সংকটে নিপতিত হবে। এতে বীমা শিল্পে বিশৃঙ্খলা দেখা দেবে। যা কোন অবস্থাতেই কাম্য নয়।

আবেদনে প্রকল্পটি অবিলম্বে বন্ধ করতে বলা হয়। আরও বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু মহান এই পেশায় নিয়োজিত ছিলেন। বর্তমান সরকার ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করেছেন। বিএনআইএ বীমা শিল্পের উন্নয়নে এক ঝাঁক নিবেদিত প্রাণ। তারা মনে করে বর্তমান জনবান্ধব সরকার বীমা কর্মীদের স্বার্থ বিরোধী কোনো কার্যক্রম গ্রহণ করবে না। উক্ত প্রকল্পটি বন্ধের মাধ্যমে বীমা শিল্পকে রক্ষা করা করুন।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com