1. banijjobarta22@gmail.com : admin :
শিরোনাম :
বাজেটকে অভিনন্দন জানিয়ে চার প্রস্তাব পুনর্বিবেচনার দাবি ডিএসই’র মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অস্বাভাবিক মুনাফা দেখিয়ে শেয়ারবাজারে আসছে এমকে ফুটওয়্যার চাঁদপুরে জেনিথ লাইফের নতুন এজেন্সি অফিস উদ্বোধন বাজার মূলধন বেড়েছে প্রায় দুই হাজার কোটি টাকা আইএমএফের কথায় বাজেট করিনি: অর্থমন্ত্রী বাজেট প্রতিক্রিয়া/জিডিপি-মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয়: সিপিডি ইসলাম অক্সিজেনের আইপিও আবেদন বাতিল বাজেট প্রতিক্রিয়া/বাজেটে নিম্ন আয়ের মানুষের জন্য কিছুই নেই বাজেট প্রতিক্রিয়া/পরিকল্পনার সঙ্গে বাস্তবতার মিল নেই, বাস্তবায়ন সম্ভব নয়

ওএমএস চালু করছে স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ

  • Last Update: Wednesday, March 9, 2022

বাণিজ্য বার্তা ডেস্ক

দেশে প্রথমবার মতো নতুন ট্রেক পাওয়া ব্রোকারগুলির মধ্যে স্মার্ট গ্রুপের স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেড নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমস (ওএমএস) চালু করতে যাচ্ছে।

বুধবার মার্চ (৯ মার্চ) চট্টগ্রামের আগ্রাবাদের কেএম টাওয়ারে অবস্থিত স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেড এবং কোয়ান্ট ফিনটেক লিমিটেডের মধ্যে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির শর্ত অনুসারে, স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকদের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধার্থে কিউ-ট্রেডার অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম প্রদান করবে। এর ফলে স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবে।

উল্লেখ্য যে, স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন ট্রেক পাওয়ার মাধ্যমে উভয় স্টক এক্সচেঞ্জের ট্রেক হোল্ডার হয়েছে। অপরদিকে কোয়ান্ট ফিনটেক লিমিটেডের “কিউ-ট্রেডার” বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরীকৃত বিশ্বমানের প্রথম ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম), যা ইতোমধ্যে ডিএসই থেকে ফিক্স সার্টিফিকেশন পেয়েছে।

এই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সাক্ষর করেন স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ বাবু এবং কোয়ান্ট ফিনটেকের পরিচালক মোঃ আহসান উল্লাহ রাজু।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেডের হেড অব অপারেশন মামুন আল মাসুদ, ম্যানেজার অপারেশন ফেরদৌস আহমেদ ও স্মার্ট গ্রুপের ম্যানেজার আইটি কফিল উদ্দিন মাহমুদ এবং কোয়ান্ট ফিনটেকের পরিচালক মোঃ জাবেদ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com