1. banijjobarta22@gmail.com : admin :

ডিএসইর স্বতন্ত্র পরিচালক ড. আবদুল্লাহ’র বাবার মৃত্যু

  • Last Update: Monday, May 29, 2023

বাণিজ্য বার্তা ডেস্ক

ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ’র পিতা এ্যাডভোকেট শওকত আলী হাওলাদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷

সোমবার (২৯ মে) সকাল ৭ টায় পশ্চিম আগারগাঁও নিজ বাসভবনে ইন্তেকাল তিনি করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর৷

তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন৷ তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন৷

তার মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু পরিচালনা পর্ষদের পক্ষে এবং ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ ব্যবস্থাপনার পক্ষে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন৷

বাদ যোহর পশ্চিম আগারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে (৬০ ফিট) মরহুমের নামাজে জানাযা শেষে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com