1. banijjobarta22@gmail.com : admin :

পেঁয়াজ আমদানি: চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, দেখে সিদ্ধান্ত বলছে কৃষি

  • Last Update: Sunday, May 21, 2023

নিজস্ব প্রতিবেদক

ভোক্তাপর্যায়ে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় আমদানি করার জন্য কৃষি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এদিকে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আরও দুই-তিন দিন বাজার পরিস্থিতি পর্যবেক্ষণের পর আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

রোববার (২১ মে) রাজধানীর বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে পেঁয়াজ উৎপাদন পর্যাপ্ত হয়েছে। কিন্তু বেশি মুনাফা লাভের আশায় অনেকে মজুত রেখে সংকট তৈরি করে বাজারকে অস্থিতিশীল করা হয়েছে।

ভোক্তাপর্যায়ে পেঁয়াজের দাম কয়েক দিনের ব্যবধানে বৃদ্ধি পেয়েছে। বর্তমান বাজার বিবেচনায় আমরা পেঁয়াজ আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে কৃষি মন্ত্রণালয় অবহিত করেছি। ইমপোর্ট পারমিট বা আইপি যেহেতু কৃষি মন্ত্রণালয় দিয়ে থাকে তাই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য বলা হয়েছে। বাজার পর্যবেক্ষণ করে তারা এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবে বলে আমাদের জানিয়েছেন।’

খুচরা বাজারে পেঁয়াজ এখন প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এক মাস আগেও যা ৪০ টাকা থেকে ৪৫ টাকার মধ্যে ছিল।

এই পরিস্থিতিতে পেঁয়াজ আমদানির অনুমোদন দেয়া হবে বলে সরকারের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। টিপু মুনশি আরও বলেন, দেশের কৃষকরা যাতে পেঁয়াজের ন্যায্য মূল্য পান সে জন্য মূলত ইমপোর্ট পারমিট বন্ধ রাখা হয়েছে। এখন যেহেতু ভোক্তাদের বাজারে পেঁয়াজ কিনতি হিমশিম খেতে হচ্ছে তাই আমদানি করা ছাড়া উপায় নেই।

আমদানির পর বাজারে স্থিতিশীলতা আসবে বলে আশা করেন তিনি।

বাজার মনিটরিং করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের দিয়ে বাজার মনিটরিং করা হচ্ছে। নির্ধারিত দামে বাজারে চিনি বিক্রয় করছে কি না, তা পর্যবেক্ষণে মনিটরিং করা হচ্ছে।

এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় কৃষিমন্ত্রী ‘গেল ১৫ থেকে ২০ দিন ধরে পেঁয়াজের বাজারে অস্থিরতা চলছে। হঠাৎ করে দাম বেড়ে যায়, আবার কিছুটা কমে যায়। দু-এক দিনের ব্যবধানে বাজার ওঠানামা করে।’

‘এই পরিপ্রেক্ষিতে আমরা গত চার-পাঁচ দিন ধরে বাজার মনিটরিংয়ের চেষ্টা করছি। বাজারে কী হচ্ছে; তা দেখছি। ৮০ টাকা কেজি পেঁয়াজ কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। সেই তুলনায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দাম অনেক কম। সেখান থেকে পেঁয়াজ আমদানি করে বাজারকে ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে পারি।’

তিনি বলেন, ‘আমরা কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে মাঠপর্যায়ের খবর নেয়ার চেষ্টা করেছি, কৃষকদের দ্বারে দ্বারে গিয়েছি। অধিকাংশ কৃষক বলেছেন, তাদের কাছে পেঁয়াজ পর্যাপ্ত রয়েছ। দাম বৃদ্ধি হওয়ার আশায় তারা ধরে রেখেছেন। আমরা বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ে কথা বলেছি। দুই-তিন দিনের মধ্যেই আপনারা সিদ্ধান্ত পাবেন যে পেঁয়াজ আমদানি করা হবে কি না।’

আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা গভীরভাবে পর্যবেক্ষণের চেষ্টা করছি। গতকাল পেঁয়াজের দাম মণে ৩০০ থেকে ৪০০ টাকা করে কমেছে। যেহেতু কমার লক্ষণ দেখা দিয়েছে আমরা দু-এক দিন দেখব। জানি মধ্যম আয়ের ও সীমিত আয়ের মানুষের কষ্ট হচ্ছে। তার পরেও আমরা শেষ পর্যন্ত চাষির স্বার্থটা দেখতে চাচ্ছি।’

মন্ত্রী বলেন, ‘সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে ভেতরে ভেতরে ব্যবস্থা নেয়া হচ্ছে। পেঁয়াজের দামটা প্রতি কেজি ৪৫ টাকার বেশি হওয়া উচিত না।’

তিনি বলেন, গত বছর পেঁয়াজের উৎপাদন ভালো হয়েছিল। মজুত ভালো ছিল। পরে অনেক পেঁয়াজ পচে গেছে।

পেঁয়াজের উৎপাদন গতবারের তুলনায় দুই লাখ টনের মতো কম হয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘আমাদের বছরের ২৮ থেকে ৩০ লাখ টন পেঁয়াজের চাহিদা রয়েছে। উৎপাদন হয়েছে ৪০ লাখ টনের মতো। চাষিরা এবার ভুট্টা ও সরিষা চাষের দিকে ঝুঁকেছেন। সে কারণে উৎপাদন কিছুটা কমে গেছে।’

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com