1. banijjobarta22@gmail.com : admin :

গুগল সিইওর বাড়ি বিক্রি

  • Last Update: Sunday, May 21, 2023

বিশ্ববাণিজ্য ডেস্ক

গুগলের সিইও সুন্দর পিচাইয়ের ভারতের পৈতৃক বাড়িটি বিক্রি হয়ে গেছে। ভারতের দক্ষিণের রাজ্য চেন্নাইতে পিচাই-পরিবারের বাড়িটি কিনে নিয়েছেন তামিল অভিনেতা এবং প্রযোজক সি মণিকন্দন।

তিনি জানিয়েছেন, বাড়িটি হস্তান্তরের সময় কয়েক মুহূর্তের জন্য আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন গুগল সিইওর বাবা। কেঁদে ফেলেছিলেন তিনি।

অভিনেতা এবং প্রযোজকের পাশাপাশি মণিকন্দন একজন রিয়েল এস্টেট ডেভেলপারও। অন্তত ৩০০টি বাড়ি তৈরি করে বিক্রি করছেন তিনি। দীর্ঘদিন ধরেই একটি পুরোনো বাড়ি কিনবেন বলে খোঁজখবর করছিলেন তিনি।

সুন্দর পিচাইয়ের জন্ম চেন্নাইতে। তার শৈশবও কেটেছে সেখানেই। ১৯৮৯ সালে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য খড়গপুর আইআইটিতে ভর্তি হন তিনি। তারপর চাকরি এবং আকাশছোঁয়া সাফল্য। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাসিন্দা সুন্দর।

শেষবার গত বছর ডিসেম্বর মাসে চেন্নাইতে পৈতৃক বাড়িতে এসেছিলেন গুগল সিইও। সে সময় বাড়িটিতে তাকে দেখা গিয়েছিল। প্রতিবেশীরা জানিয়েছেন, বাড়ির বারান্দায় দাঁড়িয়ে বাবা-মা এবং পরিবারের বাকিদের সঙ্গে ছবিও তুলতে দেখা গিয়েছিল পিচাইকে। সূত্র : ভয়েজ অব আমেরিকা

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com