নিজস্ব প্রতিবেদক
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। টাকার অংকে লেনদেন সামান্য বেড়েছে।
ডিএসইতে আজ ৬৫৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৭ কোটি ৫০ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিলো ৬৩৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬০ পয়েন্টে। শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৫ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯০টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ২৭ পয়েন্ট। লেনদন হয়েছে ৮ কোটি টাকার শেয়ার।