1. banijjobarta22@gmail.com : admin :

ফারইস্টের সাবেক সিইও হেমায়েত উল্যাহর বিরুদ্ধে দুদকের মামলা

  • Last Update: Wednesday, May 10, 2023

নিজস্ব প্রতিবেদক

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. হেমায়েত উল্যাহের বিরুদ্ধে ৩৪ কোটি ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৯ মে) দুদকের উপ-পরিচালক মো. আবু সাঈদ ফৌজদারি দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ফারইস্ট ইসলামী লাইফের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত উল্যাহ প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ৩ বেসরকারি ব্যাংকে ১৫ টি হিসাব খোলেন এবং উক্ত হিসাবে নিজেকে নমিনি দেখান। পরে ফারইস্ট ইসলামী লাইফের ওই ৩টি ব্যাংকের হিসাব থেকে ৩৪ কোটি ৭২ লাখ টাকা ক্লিয়ারিংয়ের মাধ্যমে উল্লেখিত হিসাবে জমা করেন। পরবর্তীতে হিসাবধারী ব্যক্তিদের বাদ দিয়ে/ ব্যতিত বিভিন্ন ব্যক্তির মাধ্যমে নগদে ওই টাকা উত্তোলন করেন হেমায়েত উল্যাহ।

ফারইস্ট ইসলামী লাইফের সাবেক ৭ কর্মকর্তা- সাবেক এসইভিপি সৈয়দ আবদুল মতিন, সাবেক ইভিপি মো. ইব্রাহিম, এসইভিপি মোহাম্মদ আবদুল হালিম, ইভিপি মোহাম্মদ আবদুল মান্নান, ইভিপি মো. মাহবুবুল মাওলা, সাবেক ইভিপি এসএম নুরুল কবীর তৌহীদি ও মোস্তফা জামান হামিলী স্বাধীন জেইভিপির নামে ওয়ান ব্যাংকের গুলশানে ইসলামী ব্যাংকিং শাখায় হিসাব খোলেন। প্রকৃত পক্ষে তারা ওই ব্যাংকে কোনো হিসাব খোলেননি।

আল আরাফা ইসলামী ব্যাংক বসুন্ধারা শাখায় উক্ত ৭ কর্মকর্তার নামে ১৩ টি হিসাব খোলেন অভিযুক্ত মো. হেমায়েত উল্যাহ। একই পদ্ধতিতে তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তোপখানা রোড শাখায় ২টি হিসাব খোলেন। সবগুলো হিসাবের নমিনি হেমায়েত উল্যাহ।

মামলায় উল্লেখ করা হয়, ২০১৩ সালে ১১ আগস্ট থেকে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে এই ৩টি ব্যাংকের হিসাবগুলো ব্যবহার করে হেমায়েত উল্যাহ ৩৪ কোটি ৭২ লাখ টাকা টাকা ক্লিয়ারিংয়ের মাধ্যমে উল্লেখিত হিসাবে জমা করেন। পরবর্তীতে হিসাবধারী ব্যক্তিদের বাদ দিয়ে/ তার সুবিধা মতো বিভিন্ন ব্যক্তির মাধ্যমে নগদে ওই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

ফারইস্ট ইসলামী লাইফের সাবেক কর্মকর্তা হেমায়েত উল্যাহ পরিকল্পিতভাবে রাজধানীর ওয়ান ব্যাংক ইসলামি ব্যাংকিং গুলশান শাখা, আল আরাফা ইসলামী ব্যাংক বসুন্ধারা শাখা এবং শাহজালাল ইসলামী ব্যাংক কাওরান বাজার শাখায় হিসাব খোলেন।

তবে শাহজালাল ইসলামী ব্যাংক কাওরান বাজার শাখায় লেনদেনের কোনো তথ্য এখনো দুদক উদ্ধার করতে পারেনি।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com