1. banijjobarta22@gmail.com : admin :

ইউক্রেনে ৭২ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

  • Last Update: Tuesday, March 8, 2022

বিশ্ববাণিজ্য ডেস্ক

ইউক্রেন সরকারের কর্মকাণ্ড পরিচালনা, বেতন-ভাতা ও পেনশন দিতে সহায়তা করতে দেশটির জন্য ৭২৩ মিলিয়ন অর্থাৎ ৭২ কোটি ৩০ লাখ ডলারের জরুরি তহবিল বরাদ্দ দিয়েছে বিশ্ব ব্যাংক।

সংস্থাটি জানিয়েছে, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সুইডেন, জাপান, ডেনমার্ক, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং আইসল্যান্ড এই প্যাকেজে অর্থ যোগান দিচ্ছে। খবর বিবিসির

এছাড়া আগামী কয়েক মাসের মধ্যে ইউক্রেন ও প্রতিবেশী দেশগুলোর জন্য ৩০০ কোটি ডলারের একটি তহবিল ছাড় করার ব্যাপারেও কাজ করছে বিশ্ব ব্যাংক।
এক বিবৃতিতে বিশ্ব ব্যাংক জানিয়েছে, এই প্যাকেজের মধ্যে ৩৫০ মিলিয়ন ডলার আগের একটি ঋণের সম্পূরক।


বিশ্বব্যাংকের একজন মুখপাত্র বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে এই তহবিল ইউক্রেন সরকারের কাছে হস্তান্তর করা হবে বলে আশা করা হচ্ছে।
রাশিয়ার হামলা শুরুর পর ১২ দিনে ইউক্রেন থেকে ১৭ লাখের বেশি মানুষ পাশের দেশগুলোতে গেছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সংস্থাটি বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে দ্রুত বাড়তে থাকা এ শরণার্থী সংকট মারাত্মক আকার নিতে যাচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভাষ্যমতে, এ যুদ্ধে ৪০ লাখের মতো মানুষ ইউক্রেন ছাড়তে পারেন।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com