নিজস্ব প্রতিবেদক
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে।
ডিএসইতে আজ ৮৪৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৭ কোটি ২৯ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৮৬৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৯ পয়েন্টে। শরিয়াহ সূচক দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক দশমিক ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০৩ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১০টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে দশমিক ৮৯ পয়েন্ট। লেনদেন হয়েছে ৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার।