1. banijjobarta22@gmail.com : admin :

বাজার মূলধন বেড়েছে ২৬০ কোটি টাকা

  • Last Update: Friday, May 5, 2023

নিজস্ব প্রতিবেদক

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে বেড়েছে ২৬০ কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৩১৭ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৬৬ হাজার ৫৭ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২৬০ কোটি টাকা।

সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

বাজার মূলধন বাড়া বা কমার অর্থ হলো তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মিলিতভাবে ওই পরিমাণ বেড়েছে বা কমেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেননেদ হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৬৯টির কমেছে ৮১টির। আর অপরিবর্তিত রয়েছে ২৩১টির দাম।

আলোচ্য সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৪ দশমিক ৯০ পয়েন্ট বা দশমিক শূন্য ৮ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৪৫ দশমিক ৪১ পয়েন্ট বা দশমিক ৭৩ শতাংশ। এর মাধ্যমে টানা চার সপ্তাহ বাড়ার পর ডিএসইর প্রধান সূচক কমলো।

ডিএসই-৩০ সূচক কমেছে ৩ দশমিক ৮৩ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৫ দশমিক ৭২ পয়েন্ট বা দশমিক ২৬ শতাংশ।

সপ্তাহজুড়ে শরিয়াহ বেড়েছে ৪ দশমিক ৪৭ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১৩ দশমিক ৫০ পয়েন্ট বা ১ শতাংশ।

সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৮০২ কোটি ৭৮ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৭৪৯ কোটি ৬৭ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৫৩ কোটি ১১ লাখ টাকা বা ৭ দশমিক শূন্য ৮ শতাংশ।

আর সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৪০৮ কোটি ৩৫ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয় ২ হাজার ৯৯৮ কোটি ৭০ লাখ টাকা। সে হিসেবে মোট লেনদেন কমেছে ৫৯০ কোটি ৩৫ লাখ টাকা বা ১৯ দশমিক ৬৯ শতাংশ। মোট লেনদেন বাড়ার কারণ চলতি সপ্তাহে মাত্র তিন কার্যদিবস লেনদেন হয়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩৪ কোটি ৭২ লাখ ৭৪ হাজার টাকা, যা মোট লেনদেনের ৫ দশমিক ৫৯ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা ইউনিক হোটেলের শেয়ার লেনদেন হয়েছে ১২৩ কোটি ১০ লাখ ৯৫ হাজার টাকা। ১০১ কোটি ১৯ লাখ ৪৮ হাজার টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে অলেম্পিক ইন্ডাস্ট্রিজ।

এছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- লাফার্জহোলসিম বাংলাদেশ, সি পার্ল বিচ রিসোর্ট, আমরা নেটওয়ার্ক, নাভানা ফার্মাসিউটিক্যালস, জেনেক্স ইনফোসিস, জেমিনি সি ফুড এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com