1. banijjobarta22@gmail.com : admin :

মূল্যবৃদ্ধির পেছনে করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দায়ী: প্রধানমন্ত্রী

  • Last Update: Monday, March 7, 2022

নিজস্ব প্রতিবেদক

পণ্যের দাম বৃদ্ধির পেছনে করোনার প্রভাব এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে করোনা সৃষ্ট মন্দার কারণে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অন্যত্রও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে।

সোমবার (৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনে রুশ হামলার ফলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।এই ঘটনার নেতিবাচক প্রভাব পুরো বিশ্বে পড়েছে এবং আমরাও এর জন্য ভুগছি।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে অভ্যন্তরীণ বাজারে কিছু জিনিসের দাম বাড়তে পারে। তিনি বলেন,স্বাভাবিকভাবে বিশ্ববাজারে যখন দাম বেড়ে যায় তখন অভ্যন্তরীণ বাজারেও দাম বেড়ে যায়। কারণ এর প্রভাব সর্বত্র পড়ে।

এছাড়া তিনি আরও বলেন, কিছু লোক নিজেদের স্বার্থ হাসিলের জন্য সবসময় এমন পরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টা করে। তারা পণ্য মজুদ করে দ্রুত অর্থ উপার্জন করতে চায়।

প্রধানমন্ত্রী বলেন, সরকার বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করেছে।

তিনি দেশে যে কোনো ধরনের খাদ্য সংকট এড়াতে জমি চাষের ক্ষেত্রে প্রতি ইঞ্চি জমিও ব্যবহারের আহ্বান জানান।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com