1. banijjobarta22@gmail.com : admin :

মূল্য সূচকের পতন

  • Last Update: Sunday, April 30, 2023

নিজস্ব প্রতিবেদক

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। টাকার অংকেও কমেছে লেনদেন।

ডিএসইতে আজ ৬৯৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৭৪ কোটি ৫৩ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৯৬৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার।

ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬২ পয়েন্টে। শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০০টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৯ পয়েন্ট। লেনদেন হয়েছে ৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com