1. banijjobarta22@gmail.com : admin :

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান সাইদুল ইসলাম

  • Last Update: Friday, April 28, 2023

বাণিজ্য বার্তা ডেস্ক

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. সাইদুল ইসলাম। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) যমুনা ব্যাংকের ৪২২তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য তাকে নির্বাচিত করা হয়।

সাইদুল ইসলাম নতুন প্রজন্মের একজন প্রগতিশীল ও দক্ষ ব্যবসায়ী। ২০১০ সালে তিনি দেশের স্বনামধন্য ব্যবসায়ী গ্রুপ ফেবিয়ান গ্রুপে যোগদান করেন। বর্তমানে তিনি ফেবিয়ান গ্রুপের ফেবিয়ান ইন্ডাস্ট্রিজ, ফেবিয়ান থ্রেড, ফেবিয়ান মাল্টিপ্লেক্স ইন্ডাস্ট্রিজ, ফেবিটেক্স ইন্ডাস্ট্রিজের পরিচালক এবং ফ্রক্স মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি ইকো অ্যাডভান্সড কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল্স কোম্পানির চেয়ারম্যান।

সাইদুল ইসলাম ১৯৮১ সালে কুমিল্লার সম্ভ্রান্ত মুসলীম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র।

সাইদুল ইসলাম যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি দেশে-বিদেশে অসংখ্য ট্রেনিং প্রোগ্রাম ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com