1. banijjobarta22@gmail.com : admin :

তারাব বাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ

  • Last Update: Friday, April 28, 2023

বাণিজ্য বার্তা ডেস্ক

গ্রাহকদের দ্রুত ও সার্বক্ষণিক (২৪/৭) ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের তারাব বাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে।

তারাব পৌরসভার সাবেক চেয়ারম্যান ও আব্দুল্লাহ স্পিনিং মিলসের স্বত্বাধিকারী মোহাম্মদ মোজাম্মেল হক অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই এটিএম বুথের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের সারুলিয়া শাখার ব্যবস্থাপক মো. রকিবুল হাসান এবং উষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. তাজুল ইসলামসহ ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com