নিজস্ব প্রতিবেদক
গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ৩৮ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৯৮ পয়সা। গত বছরের একই সময়ে তা ৭ টাকা ৫৫ পয়সা ছিল।
গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০৭ টাকা ৪৮ পয়সা।