নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান হয়েছে। টাকার অংকেও বেড়েছে লেনদেন।
ডিএসইতে ৭১৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৬০ কোটি ৬৩ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিলো ৫৫২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার।
ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৩ পয়েন্টে। শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক দশমিক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১২ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৬টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ২৪ পয়েন্ট। লেনদেন হয়েছে ১১ কোটি ৩ লাখ টাকার শেয়ার।