1. banijjobarta22@gmail.com : admin :

১৩ বছরে বিশ্ববাজারে তেলের দাম সর্বোচ্চ

  • Last Update: Monday, March 7, 2022

বিশ্ববাণিজ্য ডেস্ক

অপরিশোধিত তেলের দাম এশিয়ার বাজারে ব্যারেলপ্রতি ১৩৯ ডলার ছাড়িয়েছিল। তবে পরে তা ১৩০ ডলারে নেমে আসে।

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের সম্ভাব্যতা নিয়ে মিত্রদেশগুলোর সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘোষণার পর জ্বালানি তেলের মূল্য ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ উঠেছে। সর্বশেষ ২০০৮ সালে তেলের দাম এ পর্যায়ে উঠেছিল। খবর বিবিসির।

ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর থেকেই সরবরাহ ব্যাহতের আশঙ্কায় জ্বালানি পণ্যের বাজার চড়া।

জ্বালানি তেল এবং বাসাবাড়ির বিদ্যুৎ ও জ্বালানির বিল বেড়ে যাওয়ায় এরই মধ্যে গ্রাহক পর্যায়ে জ্বালানির উচ্চমূল্যের প্রভাব পড়েছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com