1. banijjobarta22@gmail.com : admin :

ঈদ শেষে ইতিবাচক ধারায় শেয়ারবাজার

  • Last Update: Monday, April 24, 2023

নিজস্ব প্রতিবেদক

৫ কার্যদিবসের ঈদের ছুটি শেষে সোমবার দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান হয়েছে। তবে টাকার অঙ্কে কমেছে লেনদেন।

ডিএসইতে আজ ৫৫২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬ কোটি ২ লাখ টাকা বেশি। ছুটির আগের শেষ কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৫৮ কোটি ৫৪ লাখ টাকার।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫২ পয়েন্টে। শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৪ পয়েন্টে। আর ডিএসই–৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১৩ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩২৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৭ টির, দর কমেছে ৩৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০২ টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬২ পয়েন্ট। লেনদেন হয়েছে ৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com