নিজস্ব প্রতিবেদক
বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড শতভাগ বীমা দাবি পরিশোধ করেছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) পর্যন্ত কোম্পানির অপরিশোধিত কোনো বীমা দাবি নেই।
কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ এপ্রিল পর্যন্ত দুই কোটি পাঁচ লাখ তেইশ হাজার টাকা বীমা দাবী পরিশোধ করা হয়েছে। শুধু তাই নয়, পঁচিশ লাখ টাকার ট্রেজারি বন্ডও কিনেছে কোম্পানিটি।