1. banijjobarta22@gmail.com : admin :

শেয়ারবাজারে ইনভেস্টরের চেয়ে ডে ট্রেডার বেশি: বিএসইসি চেয়ারম্যান

  • Last Update: Sunday, March 6, 2022


নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে বর্তমানে ডে ট্রেডার বেশি আর ইনভেস্টর কম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলাম।

তিনি মনে করছেন, ডে ট্রেডার বেশি হওয়ার ফলে শেয়ারবাজারে কয়েকদিন পতন হলেই লোকসান বেড়ে যাওয়ায় আতঙ্ক বেড়ে যায়।

রোববার (বিএসইসি) পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) কার্যালয়ে আয়োজিত নতুন কমিটিবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, ডে ট্রেডার হলো যারা প্রতিদিন শেয়ার কেনা বেচা করেন। আর ইনভেস্টর হলো দীর্ঘ মেয়াদি বিনিয়োগকারী।

শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, শেয়ারবাজার নিয়ে হঠাৎ করে কিছু কিছু নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়। আমরা শেয়ারবাজারকে যখনই গুছিয়ে একটি পর্যায়ে নিয়ে আসি তখনই এ ধরনের খবর প্রকাশ করা হয়। এতে বাজারে থেকে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়ে যায়। এরপর আবার নতুন করে আমাদের পুঁজিবাজারকে নিয়ে ভাবতে হয়। শেয়ারবাজারের স্বার্থে সঠিক ও সত্য সংবাদ প্রকাশের অনুরোধ জানান বিএসইসি চেয়ারম্যান।

অনুষ্ঠানে সিএমজেএফ নতুন ও সাবেক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Banijjobarta© Copyright 2022-2023, All Rights Reserved
Site Customized By NewsTech.Com