নিজস্ব প্রতিবেদক
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ইনভেস্টর প্রোটেকশন ফান্ডের (বিনিয়োগকারীদের সুরক্ষা তহবিল) চেয়ারম্যান করা হয়েছে হাইকোর্ট বিভাগের বিচারক (অব.) মো. আবদুস সামাদকে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক এবিএম আবু নোমানকে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠান দুটির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে তাদেরকে নতুন চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিয়েছে।
তারা আগামী এক বছর বিনিয়োগকারীদের সুরক্ষা তহবিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
এক সংক্রান্ত একটি চিঠি সম্প্রতি ডিএসই ও সিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
ডিএসইকে দেওয়া বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, কমিশন স্টক এক্সচেঞ্জ বিনিয়োগকারী সুরক্ষা তহবিল প্রবিধান, ২০১৪ এর প্রবিধান ৫ অনুযায়ী ডিএসইর বিনিয়োগকারীদের সুরক্ষা তহবিলের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক মো. আবদুস সামাদকে মনোনয়নের অনুমোদন দিয়েছে।
সিএসইকে দেওয়া চিঠিতে বলা হয়, কমিশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক এবিএম আবু নোমানকে সিএসইর বিনিয়োগকারীদের সুরক্ষা তহবিল ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করেছে। এ বিষয়ে তাকে জানানোর জন্য নির্দেশ দিয়েছে কমিশন।