1. banijjobarta22@gmail.com : admin :

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে গ্লোবাল ইসলামী ব্যাংকের চুক্তি

  • Last Update: Sunday, April 9, 2023

বাণিজ্য বার্তা ডেস্ক

গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ৩০০ মিলিয়ন ডলার পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণ চুক্তি সই করেছে।

কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট তারল্য সংকট মোকাবিলা এবং আর্থিক সহায়তা প্রদানের জন্য এশিয়ান ইনফ্রাস্টাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের উদ্যোগে কোভিড-১৯ ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি প্রজেক্ট (সিইসিআরএফপি) নামে এ তহবিলটি প্রবর্তিত হয়।

এ পুনঃঅর্থায়ন চুক্তির অধীনে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড সর্বোচ্চ ৪ শতাংশ মুনাফায় কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত সিএমএসএমই উদ্যোক্তাদের অনুকূলে বিনিয়োগ বিতরণ করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসেরের উপস্থিতিতে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত এবং সিইসিআরএফপি প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াহাব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মো. কবির আহমেদ, গ্লোবাল ইসলামী ব্যাংকের বিনিয়োগ বিভাগের প্রধান এস এম মিজানুর রহমান চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com