1. banijjobarta22@gmail.com : admin :

বাজার মূলধন বেড়েছে ৫৪৫ কোটি টাকা

  • Last Update: Saturday, April 8, 2023

নিজস্ব প্রতিবেদক

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় সাড়ে পাঁচশ কোটি টাকা বেড়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসই’র বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬২ হাজার ৯১১ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৬২ হাজার ৩৬৬ কোটি টাকা। অর্থাৎ গত সপ্তাহে ডিএসই’র বাজার মূলধন বেড়েছে ৫৪৫ কোটি টাকা। বাজার মূলধন বাড়ার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মিলিতভাবে ওই পরিমাণ বেড়েছে।

বাজার মূলধন বাড়ার সপ্তাহে ডিএসইতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৫৭৮ কোটি ৬৬ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৪০৯ কোটি ৭৯ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১৬৮ কোটি ৮৭ লাখ টাকা বা ৪১ দশমিক ২১ শতাংশ।

গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৮৯৩ কোটি ৩৩ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ১ হাজার ৬৩৯ কোটি ১৭ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন বেড়েছে ১ হাজার ২৫৪ কোটি ১৬ লাখ টাকা বা ৭৬ দশমিক ৫১ শতাংশ। মোট লেনদেন বেশি হারে বাড়ার কারণ গত সপ্তাহের আগের সপ্তাহে এক কার্যদিবস কম লেনদেন হয়।

এদিকে সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৫৮টির। আর ২৪৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স বেড়েছে ৭ দশমিক ৪১ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৮ দশমিক ৫১ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ। তার আগের দুই সপ্তাহে কমে ৪ দশমিক ৯৪ পয়েন্ট বা দশমিক শূন্য ৮ শতাংশ এবং ৩৯ দশমিক ৯৩ পয়েন্ট বা দশমিক ৬৪ শতাংশ।

ডিএসই-৩০ সূচক পতনের মধ্যেই রয়েছে। সপ্তাহজুড়ে সূচকটি কমেছে ১০ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ৪৮ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৮ দশমিক ৫৮ পয়েন্ট বা দশমিক ৩৯ শতাংশ। তার আগের দুই সপ্তাহে কমে দশমিক ৭৪ পয়েন্ট বা দশমিক শূন্য ৩ শতাংশ এবং ৮ দশমিক ২১ পয়েন্ট বা দশমিক ৩৭ শতাংশ।

শরিয়াহ সূচকও টনা চার সপ্তাহ পতনের মধ্যে রয়েছে। গত সপ্তাহে এই সূচকটি কমেছে ১ দশমিক ৪৪ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৩ দশমিক ৯২ পয়েন্ট বা দশমিক ২৯ শতাংশ। তার আগের দুই সপ্তাহে কমে ৩ দশমিক ৬০ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ এবং ৫ দশমিক ৪৮ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭৮ কোটি ৩৯ লাখ ৫ হাজার টাকা, যা মোট লেনদেনের ৬ দশমিক ১৭ শতাংশ।

দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ১৭৭ কোটি ১২ লাখ ৪৮ হাজার টাকা। ১৪৮ কোটি ৮৭ লাখ ৬১ হাজার টাকা লেনাদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্ক।

এছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইউনিক হোটেল, জেমিনি সি ফুড, এডিএন টেলিকম, অ্যাপেক্স ফুটওয়ার, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন এবং আরডি ফুড।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com