নিজস্ব প্রতিবেদক
প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় সচল হলো বাংলাদেশ ব্যাংকের সার্ভার। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (রক্ষণাবেক্ষণ) মোহাম্মদ জাকির হাসান।
বুধবার (৫ এপ্রিল) দুপুর ১২টা থেকে কিছু কারিগরি ত্রুটির কারণে এনপিএসবি ও সরকারি পেমেন্টে সমস্যা দেখা দেয়।
কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন হলে ইন্টারনেট ব্যাংকিং সেবা ব্যাহত হয়। কার্ডভিত্তিক আন্তঃব্যাংক ইলেকট্রনিক পেমেন্ট সহায়তার জন্য চালু করা ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
জাকির হাসান জানান, গ্রাহকেরা এটিএম বুথ ব্যবহার করে টাকা তুলতে পারছেন না বলে কিছু অভিযোগ পেয়েছি। তবে ইন্টারন্যাশনাল পেমেন্ট ঠিকমতোই চলছে।
এনপিএসবির মাধ্যমে দৈনিক ৪০০ কোটি টাকার লেনদেন হয়। এই ব্যবস্থার সাহায্য কোনো ব্যাংকের কার্ড ব্যবহারকারী অন্যান্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করতে পারেন। এটি অফলাইন থাকলে, এসব লেনদেন স্থগিত হয়ে পড়ে।
সার্ভার ক্র্যাশের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।