1. banijjobarta22@gmail.com : admin :

ইউএফএসের ২৩৫ কোটি টাকা লোপাট, আরও ১০ ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত

  • Last Update: Tuesday, April 4, 2023

নিজস্ব প্রতিবেদক

ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সল্যুশনসের (ইউএফএস) চার মিউচুয়াল ফান্ডের ২৩৫ কোটি টাকা লোপাট ঘটনায় নতুন করে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) পক্ষ থেকে ব্যাংকগুলোকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

এর আগে লোপাটের মূলহোতা সৈয়দ হামজা আলমগীরসহ ১৫ জনের হিসাব স্থগিত করা হয়েছিল।

নতুন করে যাদের হিসাব স্থগিত করা হয়েছে তারা হলেন– ইউএফএসর প্রধান বিনিয়োগ কর্মকর্তা মো. মমিনুল হক, ম্যানেজার সাকিব আল ফারুক, প্রধান পরিচালন কর্মকর্তা হাফিজুর রহমান রাজিব। এছাড়া প্রতিষ্ঠান হিসেবে রয়েছে– নিটওয়্যার ক্রিয়েটর লিমিটেড, ভেনগার্ড ট্রেডার্স লিমিটেড, ম্যাক্স সিকিউর লিমিটেড, তানজিনা ফ্যাশন, আরআই এন্টারপ্রাইজ, নেত্রকোনা এক্সেসরিজ ও মাল্টিম্যাক্স ইন্টারন্যাশনাল লিমিটেড।

উল্লেখ্য, ইউএফএসের চার মিউচুয়াল ফান্ড থেকে বিনিয়োগকারীদের ২৩৫ কোটি টাকা লোপাট এবং ১৭০ কোটি টাকা পাচার করা হয়েছে। মূলহোতা ইউএফএসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ হামজা আলমগীর দুবাই পালিয়েছেন। এ ঘটনায় ইউএফএসের এমডির সৈয়দ হামজা আলমগীর এবং তার সহযোগীদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা করাসহ পাঁচ সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

Banijjobarta© Copyright 2022-2024, All Rights Reserved
Site Customized By NewsTech.Com