নিজস্ব প্রতিবেদক
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। তবে টাকার অংকে বেড়েছে লেনদেন।
ডিএসইতে আজ ৫৭৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪৩ কোটি ৯৬ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিলো ৫৩১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৩ পয়েন্টে। শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৮ পয়েন্টে। এডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০৭ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৭টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতন হয়েছে।