1. banijjobarta22@gmail.com : admin :

১২ কেজি এলপিজির দাম কমেছে ২৪৪ টাকা

  • Last Update: Sunday, April 2, 2023

নিজস্ব প্রতিবেদক

ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম ১ হাজার ৪২২ টাকা থেকে কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে দাম কমেছে ২৪৪ টাকা। অর্থাৎ প্রতি কেজিতে দাম কমেছে ২০ টাকা ৩৩ পয়সা।

রোববার (২ এপ্রিল) সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে দাম কমানোর এই ঘোষণা দেওয়া হয়।

সংস্থাটির চেয়ারম্যান নুরুল আমিন, সদস্য আবুল খায়ের মো. আমিনুর রহমান, ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

একই সঙ্গে অটোগ্যাস লিটার ৫৪ দশমিক ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

২০২১ সালের এপ্রিলে সর্বপ্রথম দেশে বেসরকারি পর্যায়ে বিক্রি হওয়া এলপিজির দাম নির্ধারণ করা হয়েছিল। সেই থেকে প্রতিমাসেই নিয়ম করে দাম সমন্বয় চলছে।

১২ এপ্রিল দর ঘোষণার সময় বলা হয়েছিল, আমদানি নির্ভর এই জ্বালানির সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তি মূল্য ধরা হবে। সৌদির দর উঠানামা করলে ভিত্তিমূল্য উঠানামা করবে। অন্যান্য কমিশন অরপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতি মাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি।

তবে বিইআরসির ঘোষিত দর বাজারে এলপিজি না পাওয়ার অভিযোগ রয়েছে।

Banijjobarta© Copyright 2020-2022, All Rights Reserved
Site Customized By NewsTech.Com